 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৫:৪৯ পিএম
 
                 
                            
              সংস্কার কমিশনের কোনো সুপারিশ যদি নির্বাচনের অন্তরায় হয় তাহলে শুধু ইসি নয়, বিএনপির পক্ষ থেকেও বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা জানান তিনি।
নজরুল ইসলাম খান ব্রিফিংয়ে জানান, জাতীয় নির্বাচনকে সামনের রেখে ভোটার তালিকা হালনাগাদসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘কমিশনের তথ্য অনুযায়ী আগামী মে মাস নাগাদ ভোটার তালিকা চূড়ান্ত হবে। বিএনপি আশা করে দ্রুত নির্বাচন। তবে, বর্তমান পরিস্থিতিতে যে সরকার রয়েছে, তাতে এই কমিশনের পক্ষে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব নয়।’
আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আছে জানিয়ে নজরুল ইসলাম জানান, ভোটের সময় নিয়ে ইসিকে কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। নির্বাচনের সার্বিক বিষয়টি ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করা হবে। সেখানেই ভোটের সময়সীমা নিয়ে কথা বলবে বিএনপি।
স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে ইসি। সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবে। কোনো বিধান বা আইনের পরিবর্তন হলে ইসিকে সেটা মানতে হবে। তবে, সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় মনে করলে, সেটায় বাধা দেবে বিএনপি।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রোববার বিকাল সাড়ে ৩টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসেন। প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।
গত ২১ নভেম্বর এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিএনপির সঙ্গে তাদের সঙ্গে এটিই প্রথম বৈঠক।
বিএনপি এ বছরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে, সারা দেশের ৬৪ জেলায় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। এর অংশ হিসেবেই বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      