 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:৪৯ পিএম
 
                 
                            
              প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবং দুই দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক সম্প্রসারণ করবে বলে আশা ব্যক্ত করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতে দশ লাখেরও বেশি বাংলাদেশিকে স্বাগত জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. ইউনূস।
এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদও বৈঠকে যোগ দেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      