 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৯:১১ এএম
 
                 
                            
              প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বাঙালি জাতিসত্তার একটি প্রাথমিক স্তম্ভ একুশ। একাত্তর-পরবর্তী রাষ্ট্র গঠনের মৌলিক এবং অন্যতম অনুপ্রেরণা একুশ।
তিনি বলেন, ব্যক্তিগতভাবে একুশের সঙ্গে এক আত্মিক সম্পর্ক রয়েছে আমার। আমার মা একজন ভাষাসৈনিক, ভাষাকন্যা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এসব কথা বলেন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে শহীদ মিনারে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরাও ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় দেশের ভাষা আন্দোলনে শহীদদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং জাতির গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
প্রধান বিচারপতির মা বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০০২ সালে একুশে পদক পান।
১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী থাকাবস্থায় তিনি ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ২১ ফেব্রুয়ারি সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      