 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৭:০৮ পিএম
 
                 
                            
              চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, শনিবার বিকাল তিনটার দিকে সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কয়েকশ আউটসোর্সিং কর্মচারী জড়ো হয়ে চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগান দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। এ সময় পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহ মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশেপাশের এলাকায় প্রচন্ড যানজট সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি।একপর্যায়ে বিকাল সোয়া ৫টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দেয়।এ সময় পুলিশ ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে। পুলিশের লাঠিপেটায় কয়েকজন শ্রমিক আহত হয়ে সড়কে পড়ে থাকতে দেখা যায় এবং কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়।
তবে আটকের বিষয় পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।
কয়েকজন আউটসোর্সিং কর্মচারী বলেন, সারা দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিং ভিত্তিতে হাজার হাজার কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। তাদেরকে নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ব্যবসা করছে। সরকার টাকা দিচ্ছে কিন্তু ব্যবসা করছে ঠিকাদার। এতে শ্রমিকদের ওপর নানা রকম জুলুম অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে ঠিকাদারের লোকজন। তাই সরকারি প্রতিষ্ঠানগুলোতে আউটসোর্সিং প্রথা বন্ধ করে সরাসরি নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      