• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৭:৫৭ এএম

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

সিটি নিউজ ডেস্ক

হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার (২ মার্চ) সকালে হাসপাতালে ভর্তি হন তিনি।

জানা গেছে, গত সপ্তাহে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন তিনি। সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। গত দুই দিন ধরে শারীরিক অবস্থা ভালো বোধ করছিলেন না বিএনপির এই নেতা। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমান, সে অনুরোধও করা হয়েছে পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ