 
              প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৪:৩২ পিএম
 
                 
                            
              জুলাই-আগস্ট গণহত্যার প্রথম মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। সেই সাথে আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (১৬ মার্চ) সকালে পুলিশের প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় সাবেক আইজিপি মামুনকে।
শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নের ডান হাত ছিলেন সাবেক আইজিপি। এজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে উল্লেখ করে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি।
এ সময় প্রসিকিউটর মো. মিজানুর রহমান, গাজী এম এইচ তামিম, বি এম সুলতান মাহমুদসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন। অন্যদিকে আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী নাজনিন নাহার।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিনই জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনে মাধ্যমে পুলিশ মহাপরিদর্শক পদে আবদুল্লাহ আল মামুনের চুক্তিভত্তিক নিয়োগ বাতিল করা হয়। ৪ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে ১৮ মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      