 
              প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১১:১৬ এএম
 
                 
                            
              দেশ থেকে অসুভ দূর হয়ে গেছে, যেটুকু আছে তাও চলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে বর্ষবরণ উৎসবে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
প্রেস সচিব বলেন, নতুন বাংলাদেশে নবর্ষের উৎসব একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এসময় নতুন বাংলাদেশের উন্নতি কামনা করেন তিনি। দেশ থেকে জরা-অশুভ দূর হোক এমন কামনার কথাও জানান।
তিনি বলেন, দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে।
এসময় দেশের উত্তরোত্তর উন্নতির প্রচষ্টার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      