 
              প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫, ০১:১৭ পিএম
 
                 
                            
              প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা শুরু করেছেন। বক্তৃতায় ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর আলোকপাত করছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে ‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক বক্তৃতার এ অধিবেশনটির আয়োজন করা হয়।
বক্তৃতা শেষে প্রধান উপদেষ্টা তার চারদিনের কাতার সফরের শেষ দিনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
বৈঠকটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট (দোহা সময়) পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত থাকবেন।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      