• ঢাকা মঙ্গলবার
    ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:০০ পিএম

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়। তবে কীভাবে আগুন লেগেছে, এখনো তা জানা যায়নি। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

আর্কাইভ