
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১০:১১ পিএম
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। এদিকে, শিক্ষার্থীরা সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ছত্রভঙ্গ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় তারা।
শিক্ষার্থীরা জানান, পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।