• ঢাকা বুধবার
    ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

বেতন-ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কাকরাইল মোড় অবরোধ

প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৫:৪৮ পিএম

বেতন-ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কাকরাইল মোড় অবরোধ

সিটি নিউজ ডেস্ক

বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে গাজীপুর ও আশুলিয়ার ৯টি গার্মেন্টসের শ্রমিকরা কাকরাইল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল তিনটা থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেন তারা।

গাজীপুরের সিএনজেড গ্রুপের আটটি গার্মেন্টস ও আশুলিয়া অবস্থিত চেইন অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টসের কর্মীরা

এর আগে, শ্রম ভবন থেকে মার্চ টু যমুনা কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় কাকরাইল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেন। পরে সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা।

শ্রমিকরা জানান, গাজীপুরের টিএনজেড গ্রুপের ৮টি ও আশুলিয়ার চেইন অ্যাপারেলস লিমিটেড দীর্ঘ সময় ধরে তাদের বেতন বন্ধ রেখেছে। এতে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বেশিরভাগ কর্মীরা টানা তিন মাসের বাসা ভাড়া দিতে পারেননি। এছাড়াও, বিভিন্ন দোকানের বাকি পরিশোধ করতে পারছেন না তারা। ফলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্চ করতে বাধ্য হয়েছেন তারা।

শ্রমিকরা আরও জানান, গত দুই সপ্তাহ ধরে শ্রম ভবনে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার থেকে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। ন্যায্য বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত কাকরাইল মোড়েই অবস্থান করবেন তারা। এ সময় বেতন-ভাতা পরিশোধে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন তারা।

আর্কাইভ