
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৭:১৩ পিএম
আগামী দুই-একদিনের মধ্যে কমিশন গঠন করে ঈদের ছুটির আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ দাবি জানান তারা।
শিক্ষার্থীদের মুখপাত্র মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, মে মাসের প্রথমার্ধে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সে কথা রাখেনি। গণঅভ্যুত্থানের ৯ মাস অতিবাহিত হলেও ডাকসু নির্বাচনের কোনও ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন।
শিক্ষার্থীরা বলেন, নিরাপত্তা ও ডাকসু নির্বাচন মুখোমুখি দাঁড় করাবেন না। নিরাপদ পরিবেশ আছে বলেই ক্লাস-পরীক্ষা হচ্ছে। ক্যাম্পাসে ছোট ছোট সমস্যাগুলো ডাকসু নির্বাচন হলেই কেটে যাবে। এ সময় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।