• ঢাকা শুক্রবার
    ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ট্রেনে ঈদযাত্রা: কমলাপুরে উপচে পড়া ভিড়

প্রকাশিত: জুন ৫, ২০২৫, ০৯:৩৪ এএম

ট্রেনে ঈদযাত্রা: কমলাপুরে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ির পথে রাজধানীর হাজারও মানুষ। স্বস্তিদায়ক যাত্রার আশায় ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।

বৃহস্পতিবার (৫ মে) সরেজমিন প্রায় প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় দেখা গেছে। এমনকি ছাদেও চেপে বসেছেন অনেক মানুষ।

যাত্রীদের অভিযোগ, সিট বা ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করেছে অনলাইন ও স্ট্যান্ডিং হিসেবে। এতেই ভোগান্তির শিকার অসংখ্য মানুষ।

ট্রেনে দাঁড়িয়ে থাকা মানুষের চাপে, ট্রেনের দরজা ধরে ও ছাদে চেপে ঈদযাত্রা করতে বাধ্য হয়েছে অনেকে। তবে সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। তেমন কোন শিডিউল বিপর্যয় নেই।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ