• ঢাকা শনিবার
    ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

শেষ মুহূর্তে কমলাপুরে উপচে পড়া ভিড়

প্রকাশিত: জুন ৬, ২০২৫, ১১:৩২ এএম

শেষ মুহূর্তে কমলাপুরে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগে শেষদিন আজ। তাই শেষ মুহূর্তে বাড়ি ফিরতে কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই উপচে পড়া ভিড়।

আজ শুক্রবার (৬ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিট কেটে রাজধানী ছাড়ছে অগন্তি মানুষ। আন্তনগর ট্রেনগুলোতে তিল ধারণেরও ঠাঁই নেই। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে বাড়িতে ফিরতে দেখা গেছে ঢাকাবাসীকে।

এদিকে, বিমানবন্দর রেলস্টেশনে বেশ কয়েকটি ট্রেন ১০-২০ মিনিট দেরিতে প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বিলম্ব কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের। বৃহস্পতিবার (৫ জুন) চট্টগ্রামের বোয়াখালীতে দুর্ঘটনার কারণে ট্রেনটি বিলম্বে ছাড়বে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

রেলওয়ে স্টেশনে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভিড় বেশি থাকলেও ঈদে বাড়িতে ফিরতে পেরে দারুণ খুশি সাধারণ মানুষ।

আর্কাইভ