• ঢাকা বৃহস্পতিবার
    ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

৫ই অগাস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৬:২৯ পিএম

৫ই অগাস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৫ই অগাস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৯শে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ৫ই অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে।

এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।

এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই অগাস্টকে ‍‍`নতুন বাংলাদেশ দিবস‍‍` ঘোষণা করছিলো সরকার। ‍‍`নতুন বাংলাদেশ দিবস‍‍`-এর পাশাপাশি ১৬ই জুলাই ‍‍`শহীদ আবু সাঈদ দিবস‍‍` এবং পাঁচই অগাস্ট ‍‍`জুলাই গণ-অভ্যুত্থান দিবস‍‍` ঘোষণা করেছিলো একটি পরিপত্র জারি করেছিলো মন্ত্রিপরিষদ বিভাগ।

পরে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা জানায় সরকার। আজ আগের পরিপত্রগুলো বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হলো।

সরকারি প্রজ্ঞাপন
আর্কাইভ