
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৬:৩১ পিএম
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অবসরপ্রাপ্ত) জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনটিসি) পরিচালনার দায়িত্ব ছয় মাসের জন্য নৌবাহিনীকেই দেয়া হচ্ছে।
আজ বুধবার ঢাকায় সচিবালয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।
মি. হোসেন জানান, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে মঙ্গলবারই বন্দরের পরিচালনা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
“এরপর বন্দর কর্তৃপক্ষের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকে আপাতত নৌবাহিনীকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়েছে বিধি অনুসারে ছয় মাস বা তার বেশি সময়ের জন্য একটা নির্দিষ্ট খরচের মধ্যে তারা পরিচালনা করবে। এখন বন্দরের সাথে নৌ বাহিনীর চুক্তি হবে,” বলছিলেন তিনি।
উপদেষ্টা বলেন নৌবাহিনী এখন দেশে বন্দর পরিচালনার জন্য সবচেয়ে এক্সপার্ট এবং বিধি অনুযায়ী তারা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারবে।
“আমরা নেভিকে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। সেজন্য উনারা নেভির সঙ্গে চুক্তি করছেন। কালকে সিদ্ধান্ত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে কোনো সময় চাইলে অপারেটর নিয়োগ করতে পারবে,” বলছিলেন তিনি।
উপদেষ্টা বলেছেন, ছয় মাস পর বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেয়ার সম্ভাবনা আছে। তবে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেয়ার বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি বলে জানান তিনি।
“আজকে যেমন নেভিকে দিলাম, কালকে নেভি না থাকলে আরেকজনকে দিতে হবে। সেখানে যদি ইন্টারন্যাশনাল কেউ আগ্রহী হয়, তাহলে আমি আমার সুবিধাটা দেখব,” বলেছেন তিনি।