
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৪:০৪ পিএম
রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে সড়কে বসে অবস্থান নিয়েছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৪০ নাগাদ তারা সেখানে অবস্থান নেন।
এ সময় তারা আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে; তথ্য আপার তিন দফা, মানতে হবে মানতে হবে- ইত্যাদি স্লোগান দেন।
সরেজমিনে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। সচিবালয় অভিমুখের সড়ক ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। এর আগে সকাল থেকে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।