• ঢাকা শনিবার
    ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

মেট্রোরেলে উপচে পড়া ভিড়, অধিকাংশই জামায়াত নেতাকর্মী

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০১:৪৭ পিএম

মেট্রোরেলে উপচে পড়া ভিড়, অধিকাংশই জামায়াত নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে রাজধানীর মেট্রোরেলে দেখা গেছে উপচে পড়া ভিড়।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকেই মেট্রোরেল স্টেশনগুলোতে ছিল যাত্রীদের দীর্ঘ সারি। ভিড়ের সিংহভাগই ছিল দলটির নেতাকর্মী ও সমর্থকদের।

রাজধানীর উত্তরা থেকে আগত একাধিক যাত্রী জানান, সকাল থেকেই উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর-১০, কাজীপাড়া ও আগারগাঁও স্টেশন থেকে বিপুল সংখ্যক জামায়াত কর্মী মেট্রোরেলে করে জাতীয় সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হন। অনেককে দেখা গেছে দাাঁড়িপাল্লা প্রতীক খচিত টি-শার্ট, ক্যাপ ও ব্যানার বহন করতে।

সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেলের বেশিরভাগ বগি কানায় কানায় পূর্ণ ছিল। সাধারণ যাত্রীরা ভিড়ে চরম ভোগান্তির শিকার হন। অনেককে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা গেছে।

পল্লবী থেকে রওনা হওয়া এক যাত্রী বলেন, আজকে সকাল থেকেই মেট্রোরেল স্টেশনগুলোতে অস্বাভাবিক ভিড়। ট্রেনে উঠতেই পারছিলাম না। পরে বুঝলাম, জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে অনেকেই যাচ্ছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানান, যাত্রীদের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। তবে ভিড় সামাল দিতে তারা অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও নির্দেশনা কর্মী নিয়োজিত রেখেছেন।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সমাবেশ। এতে রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন।

আর্কাইভ