
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০১:৫৫ পিএম
জুলাই বিপ্লবের শহীদ ফারহান ফাইয়াজসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা থাকতে অভ্যুত্থানের খুনিদের এ দেশে জায়গা নেই। অন্তর্বর্তী সরকারের সময়েই এই হত্যার বিচার হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
শনিবার (২৬ জুলাই) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ফারহান ফাইয়াজসহ ‘জুলাই যোদ্ধাদের’ স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্যে শফিকুল আলম বলেন, আমরা ফেল করলেও ফারহান ফাইয়াজরা দেশকে এগিয়ে নিয়ে যাবে। জাতি পিছিয়ে যায়নি। আমরা যারা ব্যর্থ, তারা নর্দমায় পড়বে। তরুণ প্রজন্মই এই দেশ ঠিক করবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন কোনো অভ্যুত্থান নয়, এটা গণবিপ্লব। এই বিপ্লব তরুণদের, যারা দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এটা বাংলাদেশের গর্ব, গোল্ডেন জেনারেশন।
ফারহান ফাইয়াজ হত্যার বিচার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, শহীদরাই ভবিষ্যতের পথ দেখায়। যারা ফাইয়াজকে গুলি করেছে, তাদের একজনকে শনাক্ত করা হয়েছে। এখনো খুনিরা অহংকার নিয়ে কথা বলছে। কিন্তু আমরা থাকতে এ দেশে তাদের ঠাঁই হবে না।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, জুলাই আন্দোলন একটি অর্গানিক বিপ্লব। তবে একটি ঘোষণাপত্র বা ইশতেহারের অভাবে এটি পূর্ণাঙ্গ গণবিপ্লব হয়ে উঠতে পারেনি।
তিনি আক্ষেপ করে বলেন, ফাইয়াজ গণঅভ্যুত্থানের এক দফার নেতা হলেও বিপ্লবের নেতা হতে পারেননি। তিনি যদি সেই অবস্থানে যেতে পারতেন, তাহলে শহীদ পরিবারের বিচারহীনতা থাকত না।
২০২৪ সালের ১৮ জুলাই, শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা জুলাই গণআন্দোলন চলাকালে ঢাকার রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে শহীদ হন।
সেদিন স্বৈরাচারবিরোধী গণজোয়ারে দিশাহারা হয়ে যায় সরকার। পুলিশের গুলিতে ফাইয়াজ বুক চিতিয়ে শহীদ হন, যা আন্দোলনের গতিপথ বদলে দেয়।