
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০১:০২ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না।’
শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সকালে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নিজ গাড়ি থেকে নেমে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং দোকানিদের পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে পলিথিন ব্যবহারের ভয়াবহতা তুলে ধরেন তিনি।
এ সময় নির্বাচন, চাঁদাবাজি এবং বাজার পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে, সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো কথা নেই।’
তিনি বলেন, ‘ক্ষমতা জনতার হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।’
সবজির দাম কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজারে আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে। কিন্তু কৃকৃষকরা দাম পাচ্ছে না। মধ্যস্বত্বভোগীরা লাভ করছে।’
মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয় এমনটা স্বীকার করে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজ যেই হোক তাকে ছাড়া দেয়া হবে না।’
এ সময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন, ‘একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজি নিয়ে নানা রকম অভিযোগ আসছে।’ এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।