• ঢাকা রবিবার
    ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ঢাকায় সকালে মুষলধারে বৃষ্টি, নগরজীবনে ভোগান্তি

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১০:১০ এএম

ঢাকায় সকালে মুষলধারে বৃষ্টি, নগরজীবনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাত সকালেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে ঢাকা। ভোর থেকেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। সকাল সাড়ে ৭টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি।

ভারী বৃষ্টিতেই ঢাকার ধানমন্ডি, বাংলামোটর, মগবাজার, মালিবাগ, কারওয়ান বাজার ও মতিঝিল এলাকার কিছু সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও রিকশা ও মোটরসাইকেল বন্ধ হয়ে পড়ে। বৃষ্টির কারণে অফিসগামী মানুষের দুর্ভোগ চরমে ওঠে। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ আরো বেড়ে যায়।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার (১৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আগামী ১৯ আগস্ট রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

এছাড়া, ২০ আগস্ট রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আর্কাইভ