
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:০৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জুলাই অভ্যুত্থান চলাকালে ছাত্রলীগের হামলায় আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে একটি পদ ফাঁকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (২০ আগস্ট) অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান।
এতে গবেষণা ও প্রকাশনাবিষয়ক সম্পাদকের পদটি খালি রাখে সংগঠনটি। ওই পদে লড়াই করার জন্য আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তন্বী।
গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হন তন্বী। তার রক্তে মাখা, আতঙ্কভরা মুখটির ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং তা চলমান আন্দোলনে অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে, বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দল থেকে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে শেখ তানভীর বারী হামীম নির্বাচন করবেন। এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদি মায়েদকে মনোয়ন দেওয়া হয়েছে।
প্যানেলে আরও আছেন—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান
ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো মেহেদী হাসান মুন্না।
আর সদস্য পদে রয়েছেন, সদস্য মো. জারিফ রহমান, সদস্য মাহমুদুল হাসান, সদস্য নাহিদ হাসান, সদস্য মো. হাসিবুর রহমান সাকিব, সদস্য মো. শামীম রানা, সদস্য ইয়াসিন আরাফাত আলিফ, সদস্য মুনইম হাসান অরূপ, সদস্য রঞ্জন রায়, সদস্য সোয়াইব ইসলাম ওমি, সদস্য মেহেরুন্নেসা কেয়া, সদস্য ইবনু আহমেদ, সদস্য সামসুল হক আনান, সদস্য নিত্যানন্দ পাল।