• ঢাকা শুক্রবার
    ২২ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

রাজধানীতে সবজির বাজারে আগুন

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০১:০৭ পিএম

রাজধানীতে সবজির বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাজারে সবজি, ডিম ও মাংসের দাম চড়েছে আকাশছোঁয়া পর্যায়ে। ক্রেতাদের কল্পনা ছাড়িয়ে বেড়ে যাওয়া দামে এখন রান্নাঘরের বাজেটও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কয়েক জায়গার বাজার ঘুরে দেখা গেছে, আলু, কচু, কাঁচা পেঁপে ছাড়া অন্য সবজি ৮০ টাকার নিচে পাওয়া যায় না। গ্রীষ্মের সবজিও বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, বরবটি, বেগুন, উস্তা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল কাঁকরোলের দাম ১০০-১২০ টাকার মধ্যে।

ক্রেতাদের উদ্বেগ
বাজারে ক্রেতারা দাম নিয়ে চরম অসন্তুষ্ট। রায়হান রাশেদ নামের এক ক্রেতা বলেন, ‘শেষ কবে এত বেশি দামে সবজি কিনেছি মনে নেই। যা-ই চাই, কেজি ১০০ টাকার কমে নেই।’

অন্য ক্রেতা সুরাইয়া তাজরিন বলেন, ‘আমাদের আয় সীমিত, তাই বেশি খরচ হলে সংসারের অন্যান্য ব্যয় টান পড়ে। তাই কম কম করে সবজি কিনছি।’

দাম বৃদ্ধির কারণ
বিক্রেতাদের বক্তব্য, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমেছে। শিলা ইসলাম জানান, ‘অনেক এলাকার সবজির ক্ষেত বৃষ্টিতে তলিয়ে গেছে। তাই বাজারে দাম বেড়েছে।’

কাঁচামরিচ ও অন্যান্য পণ্যের দাম
কাঁচামরিচের দাম এখন প্রতি কেজি ২০০-৩২০ টাকা, আগের ১৫০-১৬০ টাকার তুলনায় অনেক বেশি। চালকুমড়া, লাউ, মিষ্টি কুমড়ার দামও বেড়েছে।

ডিম ও মাংসের বাজারে ঊর্ধ্বগতি
ডিমের দাম বেড়ে প্রতি ডজন ১৫০-১৫৫ টাকা, যা একমাস আগের ১২০-১২৫ টাকার তুলনায় বেশি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮৫ টাকায়, সোনালি মুরগি ৩০০-৩২০ টাকায়।

মালিবাগ বাজারের ডিম বিক্রেতা সুজন শেখ জানান, ‘সবজির দাম বেড়ে ডিমের চাহিদা বাড়ছে। বৃষ্টির কারণে সরবরাহও কম।’

 

আর্কাইভ