• ঢাকা সোমবার
    ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:২৭ পিএম

কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হত্যা মামলায় তাকে বিশেষ অভিযানে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।

jagonews24

বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি বলেন, আসামীকে নিয়ে আভিযানিক টিমটি ইতোমধ্যে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন। মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানা বিস্তারিত জানাতে পারবেন।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ