 
              প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৭:২৯ পিএম
 
                 
                            
              বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, ‘দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে তা সমাধান করা হবে।’
তিনি বলেন, ‘তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কি না আমি জানি না। তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যা প্রয়োজন আমরা দিতে পারব।’
সরকার নিজে থেকে উদ্যোগ নেবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় সেই প্রয়োজন নেই। তিনি যখন ফিরতে চাইবেন, আমরা যথাযথ সহায়তা অবশ্যই করব।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে সর্বশেষ যোগাযোগ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি চিঠি দেওয়া হয়েছিল। এরপর আর কোনো চিঠি দেওয়া হয়নি। ভবিষ্যতে দেওয়া হলে আপনারা অবশ্যই জানতে পারবেন।’
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      