প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৬:৩০ পিএম
সুষ্ঠু নির্বাচন চাইলে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের অন্তবর্তীকালীন সরকার থেকে সরিয়ে দিতে হবে। তারা থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা যেতে হবে। চুপ করে থাকলে সমাধান হবে না, পরিস্কারভাবে সিদ্ধান্ত নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের আদলে এখন থেকে দেশ পরিচালনা করতে হবে। আলোচনা ছাড়া গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন গ্রহণযোগ্য হবে না।
এ সময় আইনি ভিত্তি থাকুক বা না থাকুক, জুলাই সনদ বিএনপি বাস্তবতা করবে বলেও মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।