• ঢাকা সোমবার
    ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

এনআইডি‍‍`র তথ্য ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিজি হুমায়ুন কবীর

প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৬:১৫ পিএম

এনআইডি‍‍`র তথ্য ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিজি হুমায়ুন কবীর

সিটি নিউজ ডেস্ক

বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর। যে ডেটা সেন্টারে বাংলাদেশের নাগরিকদের তথ্য সংরক্ষণ করা হয়েছে, সেটি এখন ‍‍`পরিপূর্ণ নিরাপদ‍‍` বলে দাবি করেছেন তিনি।

সোমবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধনের মহাপরিচালক।

"মেইনটেইন্সের ধারাবাহিকতায় ডেটা সেন্টার নিজস্ব জলবল দিয়ে চেক করা হয়েছে। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কি না, আপডেটেড রয়েছে কি না। আমাদের অবস্থান থেকে যতগুলো ইনোশিয়েটিভ নেওয়া দরকার, সে ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আমাদের এ ডেটা সেন্টার পরিপূর্ণ নিরাপদ," সাংবাদিকদের বলেন মি. কবীর।

এছাড়া নাগরিকদের মধ্যে এতদিন যাদের দু‍‍`টি করে জাতীয় পরিচয়পত্র ছিল, তাদের মধ্যে একটি বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক।

"একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে-ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এ মুহূর্তে আমাদের জানামতে দুটি এনআইডি আর কারও নেই," বলেন মি. কবীর।

আর্কাইভ