প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৫, ০১:০১ পিএম
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে সরকার। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করে, কখনো আবার উপদেষ্টাদের ওপরও চাপ প্রয়োগের চেষ্টা করে। এসবের মধ্যে কিছু সত্যতা থাকলেও অনেক সময় তাদের বক্তব্যে মনে হয় নির্বাচন নিয়ে উদ্বেগ রয়েছে, কিন্তু বাস্তবে তা নয়।
তিনি আরও বলেন, যারা জামিন নিয়ে একই ধরনের অপরাধে জড়াতে পারে বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতি ব্যাহত করতে পারে, তাদের ওপর নজর রাখা হচ্ছে। পাশাপাশি আদালতে মামলার চাপ কমাতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা।