• ঢাকা সোমবার
    ১০ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

১১তম গ্রেডের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৯:১৬ পিএম

১১তম গ্রেডের আশ্বাসে প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

সিটি নিউজ ডেস্ক

১১তম গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষকরা। সোমবার (১০ নভেম্বর) শিক্ষকদের প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় শিক্ষকদের দাবীর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় শিক্ষক নেতৃবৃন্দের দাবীর বিষয়সমূহ অর্থ মন্ত্রণালয়কে অবহিত করা হয় এবং যথাসম্ভব দ্রুততার সঙ্গে দাবীসমূহ সমাধানের বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সহযোগিতা প্রদানের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষক নেতৃবৃন্দ চলমান কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবু তাহের মোঃ মাসুদ রানাসহ অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান

৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ