• ঢাকা বৃহস্পতিবার
    ২০ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের ক্ষমতা পেতে যাচ্ছেন প্রধান বিচারপতি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৫:৩৮ পিএম

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের ক্ষমতা পেতে যাচ্ছেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানান, "অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার বিষয়াদি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে। আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ গঠন হয়ে যাবে। এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান, শৃঙ্খলা, ছুটির বিষয়াদি সবকিছু উচ্চ আদালতের মাধ্যমে পরিচালিত হবে। সরকারের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না"।

উচ্চ আদালত ও নিম্ন আদালতের আর্থিক অনুমোদন দেওয়ার ক্ষমতা দেওয়া হবে প্রধান বিচারপতিকে বলেন মি. নজরুল।

তিনি জানান, "সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি ৫০ কোটি টাকা বা তার কম হয় সেক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন। এটা আর কারোর অনুমোদনের প্রয়োজন হবে না"।

"৫০ কোটি টাকার বেশি হলে তখন প্রধান বিচারপতি পরিকল্পনা কমিশনের মাধ্যমে এটা একনেকের সভায় উপস্থাপন করবেন। অর্থাৎ ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে" বলেন মি. নজরুল।

এটা প্রধান বিচারপতির আর্থিক স্বাধীনতার একটা দিক বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা।

 

আর্কাইভ