• ঢাকা রবিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক নিয়ম মেনে জুলাই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১২:০০ পিএম

আন্তর্জাতিক নিয়ম মেনে জুলাই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাতপরিচয় জুলাই শহীদদের মরদেহ তোলা এবং ডিএনএ স্যাম্পল নেয়া হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।

রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, আজ থেকে নিহতদের পরিচয় শনাক্তের কার্যক্রম শুরু হবে।তবে এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা এখনও বলা যাচ্ছে না। এই কবরস্থানে ১১৪ বেশি মরদেহ রয়েছে বলে ধারণা করছি। ডিএনএ প্রোফাইলিংয়ের পর কারও পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ হস্তান্তর করা হবে।

আর্কাইভ