প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৩:৩১ পিএম
দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাবার বিষয়টি ভারতের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন, এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট তথ্য নেই। ভারতের ওপর নির্ভর করছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়টি।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন করে মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। এ সময়, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
অপরদিকে, ডিজিএফআই`র মতো সংস্থা সব দেশে আছে উল্লেখ করে বলেন, জাতিসংঘ মানবাধিকার অফিস বললেও এটা বিলুপ্তির সুযোগ নেই।