• ঢাকা সোমবার
    ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান

‍‍`এমপিদের সব কাজের এখতিয়ার দিলে সেখানে অনিয়ম হবেই‍‍`

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:০৭ পিএম

‍‍`এমপিদের সব কাজের এখতিয়ার দিলে সেখানে অনিয়ম হবেই‍‍`

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদ সদস্যদের দায়িত্ব স্পষ্ট করার পাশাপাশি তাদের কার্যপ্রণালীর সুনির্দিষ্ট মাত্রা তৈরির প্রতি গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, এমপিদের দায়িত্ব স্পষ্ট করতে হবে। তাকে সব কাজের এখতিয়ার দিয়ে দিলে, তিনি অনিয়ম করবেনই।

রাজনীতিবীদ ও আমলাদের নিজ অবস্থানের যে ভূমিকা, সেখানেও পরিবর্তন এসেছে উল্লেখ করে এর সমালোচনা করেন তিনি। বলেন, আগে রাজনীতিবিদরা আমলাদের কাছে আসতেন। এখন আমলারা রাজনীতিবিদদের কাছে গিয়ে নতি স্বীকার করছেন। গিয়ে বলছেন, আমি আপনার।

এসময় বিচার বিভাগের স্বাধীনতা যাতে অনিয়ন্ত্রিত ক্ষমতা প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, সেদিকে সবাইকে নজর রাখতেও আহ্বান জানান তিনি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ