• ঢাকা সোমবার
    ১৫ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

ভোট আয়োজনে কমিশনের চাহিদামতো অর্থ বরাদ্দ দেয়া হবে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৪:৪৯ পিএম

ভোট আয়োজনে কমিশনের চাহিদামতো অর্থ বরাদ্দ দেয়া হবে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোট আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদামতো অর্থ বরাদ্দ দেয়া হবে। আর এক্ষেত্রে কোনো রিজারভেশন থাকবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি।

তিনি বলেন, একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার বাজেট বাড়বে। নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র পেলে ব্যবস্থা নেয়া হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, নির্বাচনি পরিবেশ স্বাভাবিক আছে। স্পর্শকাতর জায়গায় নিরাপত্তা বাড়ানো হবে।

অপরদিকে, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিদেশে চিকিৎসার বিষয়ে উপদেষ্টা জানান, এ বিষয়ে অর্থ সংকট হবে না। মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেয়া হচ্ছে। এ সময়, অন্তর্বর্তী সরকার ছয় বিলিয়ন ডলার ঋণ শোধ করেছে বলে জানান তিনি।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ