• ঢাকা বুধবার
    ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ আওয়ামী লীগ: প্রেস সচিব

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:১৯ পিএম

নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ আওয়ামী লীগ: প্রেস সচিব

সিটি নিউজ ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে দেওয়া পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির প্রসঙ্গ তুলে ধরে আওয়ামী লীগ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, তিনি চিঠিটি দেখেননি। এ বিষয়ে তিনি জানেন না।

শফিকুল আলম আরও জানান, আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না।

আর্কাইভ