প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৫৩ পিএম
জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের সময়েই শেষ হবে বলেও জানান তিনি।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যার ঘটনার শিগগিরই চার্জশীট দেয়া হবে। ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের মেয়াদেই বিচার কাজ শেষ করা হবে।
সবাইকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশও দেন উপদেষ্টা। বলেন, যারা ভোট বানচাল করতে চায়, তাদের কঠোর ভাবে দমন করা হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র এবং অপপ্রচার রোধে সবাইকে সর্বোচ্চ সর্তক করা হয়েছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবরোধে আলোচনা হয়েছে। ডেভিল হান্ট-২ এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ১৪ হাজার ৫৬৯ জন।
ফ্যাস্টিস্ট এজেন্টরা যেন কোন দলের ভেতরে ঢুকে যেতে পারে এজন্য রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে আহ্বান জানান তিনি।