• ঢাকা মঙ্গলবার
    ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রাতে আসছে সিনোফার্মের ৩০ লাখ টিকা

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৮:২৩ পিএম

রাতে আসছে সিনোফার্মের ৩০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার রাত ১০টা, ১টা ৩টায় দেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের প্রায় ৩০ লাখ টিকা আসবে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত পৌনে ৮টায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তথ্য জানানো হয়েছে।

বিমাবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, চীন থেকে সিনোফার্মের টিকা নিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১০টা, দিবাগত রাত সোয়া ১টা রাত টায় টিকা পৌঁছানোর কথা রয়েছে।

গত ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের লাখ টিকা দেশে আসে। সেই টিকাগুলো চীন সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দেয়।

এরপর ১৯ মে সরকার চীনের সিনোফার্মের তৈরি সার্স-কোভ-টু ভ্যাকসিন সরাসরি ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়।

তরিকুল/নূর/নির্জন

আর্কাইভ