• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দোকানপাটসহ সব কিছু খুলছে ১১ আগস্ট

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৮:৩৩ পিএম

দোকানপাটসহ সব কিছু খুলছে ১১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউন চলবে ১০ আগস্ট পর্যন্ত। এর পরদিন ১১ আগস্ট থেকে দেশের সব দোকানপাট, সরকারি অফিস-আদালত, রেস্তোরাঁ, গণপরিবহনসহ সব কিছু খুলে দেয়া হবে। 

আজ মঙ্গলবার (৩ আগস্ট) কঠোর বিধিনিষেধের বিষয়ে সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। ১৪ হাজার কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হবে। আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেয়ার ক্ষমতা দেয়া হবে।

বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি-বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন-প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন-সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ ছিল সব ধরনের শিল্প-কারখানা। তবে ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কারখানা খুলে দেয়া হয়। এরপরও বন্ধ রয়েছে দোকান ও শপিংমলও। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।

তবে বিধিনিষেধ দেয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ; বরং দিনকে দিন অবনতি হচ্ছে পরিস্থিতির।

কোভিড-১৯এর বিস্তার রোধে ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানোর ঘোষণা দেয়া হলো।

তরিকুল/এম. জামান
আর্কাইভ