• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আগস্টেই আসবে আরও এক কোটি ডোজ টিকা : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৩:৪৭ পিএম

আগস্টেই আসবে আরও এক কোটি ডোজ টিকা : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগস্টেই আসবে আরও এক কোটি ডোজ টিকা। পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। টিকা পেতে ধৈর্য ধরতে হবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের করোনা ডেঙ্গু সংক্রমণ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশে আমাদের টিকা কার্যক্রম চলছে। এটি চলমান থাকবে। এক সপ্তাহের মধ্যে ৫৪ লাখ ডোজ টিকা আসবে। পরের মাসে আবার ৫০ লাখ ডোজ আসবে। সব মিলিয়ে মাসেই এক লাখ ডোজ টিকা আসবে।

তিনি বলেন, ‘পৌনে দুই কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। কোটি কোটি লোক নিবন্ধন করেছে। সবারই টিকা প্রয়োজন। ২৬-২৭ কোটি টিকা লাগবে। আমরা চেষ্টা করছি। পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন, ধৈর্য ধরতে হবে।

জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি চলছে। বড় দেশগুলো তাদের জনসংখ্যার চার-পাঁচগুণ বেশি টিকা মজুদ করেছে। আমরা সাধ্যমতো কিনে আনার চেষ্টা করছি।

তরিকুল/এম. জামান

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ