• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

আরটিভির নির্ভীক সম্মাননা পেলেন ৬ অগ্নিসেনা

প্রকাশিত: মে ৪, ২০২১, ০৫:৫৩ পিএম

আরটিভির নির্ভীক সম্মাননা পেলেন ৬ অগ্নিসেনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অগ্নিকাণ্ড থেকে যেকোনো দুর্ঘটনা আর দুর্যোগে নিজের জীবন বাজি রেখে শেষ পর্যন্ত লড়ে যান অগ্নিসেনারা। দায়িত্ব পালন করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুর খবরও মেলে গণমাধ্যমে।

মঙ্গলবার ( মে) বিশ্ব ফায়ার ফাইটার্স ডে উপলক্ষে ছয়জন অগ্নিসেনাকে দেয়া হলো নির্ভীক সম্মাননা পদক ২০২১। আরটিভির উদ্যোগে আর আর ক্যাবল-এর সহযোগিতায় তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ধারণকৃত অনুষ্ঠানটি আরটিভিতে সম্প্রচার করা হবে মঙ্গলবার ( মে) রাত ৮টায়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অগ্নিসেনাদের সম্মাননা জানানোর এমন উদ্যোগ তাদের আরো উৎসাহিত করবে। মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী রেজাউল করিম বলেন, গণমাধ্যম হিসেবে আরটিভি যা করেছে তা সবারই দায়িত্ব। আরটিভি তাদের ধারাকে অব্যাহত রাখুক।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, মানুষ যখন বিপদে পড়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চায়। আগুন, পানি, যেকোনো দুর্ঘটনায় অগ্নিসেনারা মানুষের পাশে দাঁড়ায় নিজের জীবন বাজি রেখে। আরটিভিকে আমি ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদের অকুতোভয় কর্মীদের নির্ভীক সম্মাননা জানাচ্ছে। সম্মাননা সবার মাঝে কর্মস্পৃহা তৈরি করবে এবং মনোবল আরো বাড়িয়ে দেবে।

অনুষ্ঠানে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু বলেন, অগ্নিসেনারা নিজেদের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচায়। গণমাধ্যম হিসেবে তাদের কৃতিত্ব সবার সামনে তুলে ধরতেই ফায়ার সার্ভিসের ছয়জনকে দেয়া হচ্ছে নির্ভীক সম্মাননা ২০২১। আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দুর্যোগে অগ্নিসেনাদের বীরত্বকে তুলে ধরার জন্যই এমন আয়োজন। আরটিভি নির্ভীক সম্মাননা ২০২১ জানিয়ে তাদের উৎসাহিত করছে।

আরটিভি নির্ভীক সম্মাননা পদক ২০২১ বিজয়ী ছয় অগ্নিসেনা হলেন- মুহাম্মদ আবদুল্লাহ (কক্সবাজার), শামছুল আলম (চট্টগ্রাম), মো. নুরুল হক (মিরপুর), রাজিব হাসান (রাঙ্গামাটি), মো. দুলাল মিয়া (ঢাকা) মোমোশারফ হোসেন (ঢাকা)

পদক গ্রহণ শেষে তারা জানান, সম্মাননা তাদের আরো অনুপ্রাণিত করবে। ফায়ার সার্ভিস কর্মীদের মানুষের বিপদে এগিয়ে আসার প্রচেষ্টা আরো বেগবান হবে। অনুষ্ঠানেসেভ দ্য আর্থনামে থিম সং মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন সবাইকে মাতিয়ে রাখে।

রনি/সিআর/জেএনই/এম. জামান

আর্কাইভ