• ঢাকা সোমবার
    ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ফের খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি : ফখরুল

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৯:২৫ পিএম

ফের খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। তবে রক্তক্ষরণ আপাতত বন্ধ থাকলেও তার বিভিন্ন প্যারামিটার নিচের দিকে। হিমোগ্লোবিন কমের দিকে।

বুধবার (১৫ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) থেকে তার (খালেদা জিয়া) শরীর আবারও খারাপ হচ্ছে। তার রক্তের হিমোগ্লোবিন, প্লাটিলেট ও ডব্লিউবিসি কমের দিকে।

খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা এখন বন্ধ আছে, গতকাল পর্যন্ত ঠিক ছিল।’

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার থেমে থেমে রক্তক্ষরণ হচ্ছে। এরই মধ্যে তার কয়েক দফায় রক্তক্ষরণ হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

জেডআই/এম. জামান

আর্কাইভ