প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৪:৩৬ পিএম
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বানও জানিয়েছেন।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ তথ্য জানান।
জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে স্টিফেন দুজারিক বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড জাতিসংঘের নজরে এসেছে।
মহাসচিব এই ঘটনার নিন্দা জানানোসহ তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, দেশের নির্বাচন সামনে রেখে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি সংশ্লিষ্ট সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা কমাতে এবং সহিংসতা এড়াতে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে হবে, যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় থাকে।