• ঢাকা বুধবার
    ২২ মে, ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

আ.লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে : ফখরুল

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০১:৩২ এএম

আ.লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে : ফখরুল

মানিকগঞ্জ প্রতিনিধি

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারের সময় শেষ হয়ে এসেছে, তাই নির্বাচন করতে ভয় পায়। সরকার সংলাপের নামে অর্থহীন তামাশা করছে। আমরা এই তামাশার সংলাপ চাই না। এই সরকারের পদত্যাগ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।’

মির্জা ফখরুল বলেন, 'খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সংবিধানের ৪১০ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ আছে। কিন্তু নানা অজুহাতে বেগম খালেদা জিয়াকে সে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়ার কিছু হলে তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।'

বিএনপি মহাসচিব বলেন, 'এই সরকার দেশের সব সুন্দর জিনিসকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র, বিচার বিভাগসহ প্রসাশনিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার দেশের সাবেক সেনাপ্রধানের সে দেশের ভিসা বাতিল করেছে। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এই সরকার জনগণকে ১০ টাকা কেজি চাল দেবে বলে ক্ষমতায় এসেছে। এখন চালের দাম ৭০ টাকা। ঘরে চাকরির প্রতিশ্রুতি দিলেও সে ওয়াদা রক্ষা করতে পারেনি। চাকরি পেতে এখন লাখ লাখ টাকা ঘুষ গুনতে হচ্ছে।'

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে ৪ লাখ ২৬ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশের মানুষকে ১৯৭১ ও ১৯৯০ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে উৎখাত করতে হবে। অবৈধ সরকার জনগণকে দেখে ভয় পায়। সরকারি বাহিনী দিয়ে বিএনপি নেতাকর্মীদের তুলে নিয়ে গুম করে দিয়েছে। তাদের আজও খুঁজে পাওয়া যাচ্ছে না। জনগণের সমর্থনবিহীন এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএ  জিন্নাহ কবীরের সঞ্চালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ বক্তব্য দেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ হোসেন খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জাদু, যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান তুহিন, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, কৃষক দলের আহ্বায়ক মনি, সাবেক সহ-সভাপতি জিয়া উদ্দিন কবির, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিন্নাহ খান, মহিলাদলের সভাপতি সাবিহা হাবিব, সাধারণ সম্পাদক কামরুন্নাহার মুন্নিসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অর্ণব/ডা

আর্কাইভ