
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০৭:৪৮ এএম
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর তিনটি ওয়ার্ডে নৌকার পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সাফিউর রহমান সফি।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত সিটি করপোরেশনের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া ও বাজার এলাকায় এ গণসংযোগ করেন তিনি।
এ সময় আওয়ামী লীগ নেতা সফি বলেন, ‘রংপুরবাসী সরকারের মেঘা প্রকল্পগুলো থেকে গত পাঁচ বছরে ব্যাপক বঞ্চিত হয়েছে। এতে করে অন্য সিটি করপোরেশনের তুলনায় উন্নয়নের দিক থেকে রংপুর অনেক পিছিয়ে রয়েছে ‘
আগামীতে নৌকা মার্কা নিয়ে তিনি মেয়র হলে একটি আধুনিক, যানজটমুক্ত রংপুর সিটি করপোরেশন উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এ আওয়ামী লীগ নেতা।
গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেইউ/এএল