• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ : ইশরাক হোসেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০১:৫৯ এএম

সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ : ইশরাক হোসেন

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারকে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গোপীবাগে নিজ বাসভবনে সদ্য কারামুক্ত ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিব, ওয়ারী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ইশরাক হোসেন বলেন, সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কথা শুধু দেশেই মানুষ নয় বহির্বিশ্বও অবগত। তাই এ সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। তাই তারা ক্ষমতায় টিকে থাকার জন্য হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

সরকারকে লাল কার্ড দেখিয়েছে জনগণ : ইশরাক

মামলা, হামলা, জেল ও জুলুম বিএনপির নিত্যদিনের সঙ্গী বলে উল্লেখ করে তিনি বলেন, এগুলোর মাধ্যমে সরকার তার পতনের অন্তিম মুহূর্ত ঠেকিয়ে রাখতে চাইছে। এতে করে তাদের পতন ত্বরান্বিত হবে।

বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ও গ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করতে চাইছে বলে মন্তব্য করেন ইশরাক। এ প্রসঙ্গে তিনি বলেন, গ্রেপ্তার সব নেতাকর্মীরা মুক্তি পাওয়ার পর আন্দোলনের বারুদে সৃষ্টি হচ্ছে ও খাটি স্বর্ণে রূপান্তরিত হচ্ছে। এ সরকার যত বেশি অত্যাচার করবে, এ সরকারের পতন তত সন্নিকটে।


এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা সাব্বির আহমেদ আরিফ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মনা, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা মো. রিমনসহ আরও অনেকে।

 

সাজেদ/

আর্কাইভ