প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৫:০৭ পিএম
বেগম মতিয়া চৌধুরী। ছবি : সংগৃহীত
সংসদীয় ব্যবস্থা বাতিল করতে হবে এমন কোনো ভুল বর্তমান সংসদ করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। বলেন, বর্তমান সংসদ এমন কোনো ভুল কাজ বা গণবিরোধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থাটাই বাতিল করতে হবে। এ ধরনের কোনো সিদ্ধান্ত জনগণও নেয়নি। আর সংবিধান বা শাসনতন্ত্রেও এটা নাই।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরিয়ানএস/