 
              প্রকাশিত: মে ৭, ২০২৩, ১০:৫১ পিএম
 
                 
                            
              বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদেররা নিজেরাই প্রমাণ করেছেন তারা গণতন্ত্রের শত্রু। রোববার (৭ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ক্ষমতাসীনদের সমালোচনা করে রিজভী বলেন, গোটা দেশটাই কারাগার, লাল দেয়ালের কারাগার; সরকারের বিশেষ টর্চার সেল। মামলা ও হাজিরার বৃত্তে বিএনপির নেতাকর্মীদের বন্দি করা সরকারের উৎপীড়নের কৌশলমাত্র।
সারা দেশে এখনও পুলিশি তল্লাশির নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে জানিয়ে রিজভী বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ হামলা করেছে।
 
তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন এক তরফা করতেই মাঠ ফাঁকা করার কৌশল হিসেবে বিএনপির নেতাকর্মীদের বাসায় তল্লাশি ও গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। আবারও গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ–সরকারের ইনটেনশন কী–সেটার আলামত এসব অভিযান।
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      