 
              প্রকাশিত: মে ২৭, ২০২৩, ১০:৪৩ পিএম
 
                 
                            
              তত্ত্বাবধায়ক সরকারে অধীনেই নির্বাচন হবে এবং সরকার দলের লোকদের কেউ ভিসা দেবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (২৭ মে) নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কোথাও ভিসা দেয়া হবে না। কোনো সভ্যদেশ আপনাদের যায়গা দেবে না, কোথাও আপনাদের যায়গা হবে না। বাংলার মাটিতেই থাকতে হবে।’
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      