 
              প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০২:৩০ এএম
-(25)-20230527143023.jpg) 
                 ছবি: সংগৃহীত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং বন্ধসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধায় জনসমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (২৭ মে) দুপুরে গাইবান্ধা জেলা কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।
জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নেতা আনিসুজ্জামান খান বাবু ,আব্দুল খালেক ,অধ্যাপক আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল।
জনসমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, আওয়ামী লীগের সরকার গণতন্ত্রের নামে দেশে অরাজকতার সৃষ্টি করেছে। দেশে শান্তি সমাবেশের নামে মাস্তান ও সন্ত্রাসী দিয়ে অশান্তি সৃষ্টি করছে।
এর আগে বিভিন্ন স্থান ও উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দেন।
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      