 
              প্রকাশিত: মে ৩০, ২০২৩, ১০:২৬ পিএম
 
                 
                            
              আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। তারা দেশকে পিছিয়ে দিতে চায়। অপশক্তিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করছে তারা। তাই সবাইকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মঙ্গলবার (৩০ মে) সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কামরুল ইসলাম বলেন, শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে শিক্ষা নিতে হবে। অনৈক্যের কারণে আওয়ামী লীগ পরাজিত হয়েছে। ঐক্যের বিকল্প নেই।
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      